মাস্ক পরলে চশমা ঘোলা হয়ে যাচ্ছে তো? কি করবেন জেনে নিন। দৈনিক পল্লীকন্ঠ দৈনিক পল্লীকন্ঠ সত্য অবিচল,দৃঢ় প্রত্যয়ে প্রকাশিত: 3:32 PM, September 1, 2020 পল্লীকন্ঠ লাইফস্টাইল:: করোনা ভাইরাসের কারণে মাস্ক এখন মানুষের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। তাই এই মাস্কের কারণে অনেক সময় অনেক সমস্যায় পড়তে হচ্ছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ফেস মাস্ক পরলে চশমার কাঁচ ঘোলা হয়ে যাওয়া। ফেস মাস্কের মধ্যে দিয়ে শ্বাস-প্রশ্বাস নেয়ার কারণে বাষ্প জমে চশমার কাঁচ যে ঘোলা হয়ে যায় তা কাটানোর কিছু সহজ পরামর্শ আছে। ১/ মাস্ক চশমার কাঁচের উপর থাকবে না, মাস্ক থাকবে চশমার নিচে। ২/ মাস্কের উপরের অংশে পেছনে টিস্যু লাগিয়ে নিন, বাষ্প শুষে নেবার জন্য। ৩/ চশমার কাঁচ সাবান জলে ধুয়ে নিন। এতে কাঁচের উপর বাষ্প ঠেকানোর একটা আস্তরণ তৈরি হয়ে যায়। SHARES ফিচার বিষয়: