সীমান্তে ৭৩টি নতুন আধুনিক কম্পোজিট বিওপি নির্মাণ করবে বিজিবি দৈনিক পল্লীকণ্ঠ দৈনিক পল্লীকণ্ঠ প্রকাশিত: 10:14 PM, September 22, 2020 পল্লীকণ্ঠ ডেস্কঃ ঢাকা, ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর): প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় ও প্রত্যক্ষ নিদের্শনায় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিজিবি’র অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি ও দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সীমান্তে ৭৩টি নতুন আধুনিক কম্পোজিট বর্ডার আউট পোস্ট (বিওপি) নির্মাণ করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে জনবল বৃদ্ধি, বিওপিতে কর্মরত বিজিবি সদস্যদের বাসস্থান সেবা উন্নতকরণ, ভৌত সুবিধা এবং কাঠামোগত নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী এই বাহিনীর ধারাবাহিক উন্নয়নে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় আজ একনেকের সভায় আরো ৭৩টি নতুন কম্পোজিট বিওপি নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রী অনুমোদন প্রদান করেছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতিপূর্বে ১৩৪টি বিওপি নির্মিত হয়েছে। তথ্যসূত্র : ৩৫৮৭ / পিআইডি SHARES গণমাধ্যম বিষয়: