ঢাকা বিমানবন্দরের সামনে হিজড়াদের উৎপাত দৈনিক পল্লীকন্ঠ দৈনিক পল্লীকন্ঠ সত্য অবিচল,দৃঢ় প্রত্যয়ে প্রকাশিত: 7:12 PM, January 23, 2021 আজহার হোসেন চৌধুরী(স্টাফ রিপোর্টার):⭕ “বিমানবন্দরের সামনে হিজড়াদের উৎপাত প্রতিদিনকার চিত্র হয়ে দাঁড়িয়েছে ।বিদেশ থেকে আগত বা বিদেশ গমন যাত্রীদের সামনে পেলে তারা চাঁদা দাবি করে । চাঁদা দিতে আগ্রহ না দেখালে তারা প্রবাসীদের বিভিন্নভাবে হয়রানি ও লাঞ্ছিত করে । যা যাত্রীদের জন্য অত্যন্ত দুঃখজনক ও অপমানকর বিষয় । একজন প্রবাসী যাত্রীদের সাথে কথা বললে উনি জানান, আমি একজন সাধারণ কাতার প্রবাসী। করোনার সময় দেশে চলে আসছিলাম। অনেকদিন ধরে বাড়িতে বেকার বসেছিলাম, এখন পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ায় ঋণ করে টিকেট করে যাচ্ছি, এই অবস্থায় ওরা আমার কাছে চার হাজার টাকা দাবি করে । আমি কোত্থেকে দিব বলেন। তাছাড়া বিমানবন্দরের আশেপাশের হকারদের কাছে থেকে জানা যায় হিজড়ারা সাধারণ পথ যাত্রী ও বাসযাত্রীদের থেকেও প্রায় সময়ই চাঁদা দাবি করে । এইসব কারনে সাধারণ মানুষ চলাফেরা করতে আতঙ্কিত ও বিব্রত বোধ করছে । সাধারণ মানুষের একটাই দাবি সেটা হল কর্তৃপক্ষ বিষয় গুলো পর্যবেক্ষণ করে যেন যথাযথ ব্যবস্থা নেন। SHARES গণমাধ্যম বিষয়: