মৌলভীবাজারে ফেন্ডস্ আ্যাপারেল এন্ড অফিসার্স ক্লাবের যাত্রা শুরু দৈনিক পল্লীকন্ঠ দৈনিক পল্লীকন্ঠ সত্য অবিচল,দৃঢ় প্রত্যয়ে প্রকাশিত: 10:15 AM, January 27, 2021 স্টাফ রিপোর্টারঃ⭕ “নিত্য নৈমিত্তিক আন্তর্জাতিক মানের জিনিষ ও আধুনিকতার ছোঁয়া নিয়ে যাত্রা শুরু করলো ফেন্ডস্ আ্যপারেল বাংলাদেশ লিমিটেড এর ফেন্ডস্ আ্যাপারেল এন্ড অফিসার্স ক্লাব মৌলভীবাজার শাখা । আজ (মঙ্গলবার) সকাল ১১ঘটিকায় মৌলভীবাজার শহরের কুসুমবাগস্ত হলি শপিং সিটি মার্কেটের নিচতলায় দোয়ার মাধ্যমে কেক ও ফিতা কেটে এটির শুভ উদ্বোধন করা হয়।ফেন্ডস্ আ্যাপারেল এন্ড অফিসার্স ক্লাবের ব্যবস্হাপনা পরিচালক শাহ জাহান আহমদ (সুমন) এর আমন্ত্রণে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাবুল, ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্হাপক জিয়াবুল আলম, সিটি ব্যাংক কুসুমবাগ শাখার ম্যানেজার আহতাম উদ্দিন মন্জুর, ইষ্টার্ন ব্যাংক শাখার ম্যানেজার বাহার উদ্দিন, শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, সমাজকর্মী ও দৈনিক বাংলার দিন পত্রিকার স্টাফ রিপোর্টার চৌধুরী মোহাম্মদ মেরাজ, ফেন্ডস্ আ্যপারেল এন্ড অফিসার্স ক্লাবের চেয়ারম্যান আব্দুর রহিম রিপন, ব্যবস্হাপনা পরিচালক শাহ জাহান আহমদ, পরিচালক আব্দুল কাইয়ুম রিপন, স্বাদ এন্ড কোং এর প্রোপাইটর জাহেদ আহমদ চৌধুরী, সমাজকর্মী কামরুল আহসান, সাংবাদিক মামুনুর রশিদ চৌধুরী মসু, স্হানীয় ব্যবসায়ীবৃন্দ ও ফেন্ডস্ আ্যাপারেল এন্ড অফিসার্স ক্লাব পরিবারের সদস্যরা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ফেন্ডস্ আ্যপারেল এন্ড অফিসার্স ক্লাবে পাওয়া যাবে (Fnds Apperal & Officer’s Club) ছেলেদের ফরমাল পোশাক, ক্যাজুয়াল পোশাক ও জুতো,লেডিস পোশাক, ব্যাগ ও জুতো,বাচ্চাদের পোশাক ও জুতো সহ অন্যান্য আধুনিক ও আকর্ষণীয় পোশাক । যেটি অনলাইনে www.fndsdeal.com এ ভিজিট করে অর্ডার নিশ্চিত করা যাবে বলে নিশ্চিত করেছেন উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্হাপনা পরিচালক শাহ জাহান আহমদ (সুমন)। এছাড়া Fnds Appreal & Officer’s Club প্রতিষ্ঠানটি তরুনদের উদ্দ্যোক্তা হিসেবে অনলাইন জগতে নিরলসভাবে কাজ করে যাবে বলেও তিনি জানান।। SHARES অর্থনৈতিক বিষয়: