জাতীয় পার্টি’র সরকার গঠন করে পল্লীবন্ধুর ঐ স্বর্ণালী যুগে ফিরে আসবো ইনশাআল্লাহ,…. জিয়া উদ্দিন বাবলু দৈনিক পল্লীকণ্ঠ দৈনিক পল্লীকণ্ঠ প্রকাশিত: 7:10 PM, January 29, 2021 “জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সরকারকে উদ্দেশ্য করে বলেন, যেভাবে এসএসসি ও এইচএসসি-তে অটো পাশের ব্যবস্থা করা হয়েছে ঠিক তেমনি ভাবে নির্বাচনে যানমালের ক্ষতি না করে অটোপাশের ব্যবস্থা করুন।” তিনি চট্টগ্রামের মেয়র নির্বাচনে দুইটি গরীব মায়ের বুক খালি হয়েছে উল্লেখ করে নির্বাচনে নৈরাজ্য, সহিংসতা, ভোট ডাকাতি, জীবনহানির কঠোর সমালোচনা করে শক্তিশালী স্বাধীন নির্বাচন কমিশন গঠন করার দাবী জানান। তিনি আরও বলেন,পল্লীবন্ধুর শাসনামলে সন্ত্রাস, নৈরাজ্য, গুম,খুন, হত্যা, চাঁদাবাজী ছিলনা। তাই,মানুষ এখনো পল্লীবন্ধুর স্বর্ণালী যুগে কথা মনে করে এবং ঐ স্বর্ণালীযুগে আবারও ফিরে যেতে চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি’র সরকার গঠন করে পল্লীবন্ধুর ঐ স্বর্ণালী যুগে ফিরে আসবো ইনশাআল্লাহ। SHARES জাতীয় বিষয়: