অবৈধ গ্যাস সংযোগ অপসারণে মাঠে নেমেছে তিতাস দৈনিক পল্লীকণ্ঠ দৈনিক পল্লীকণ্ঠ প্রকাশিত: 4:46 PM, March 23, 2021 (রুমেন আহমদ):: ⭕’ বাসা বাড়িতে পুরনো গ্যাস লাইন থেকে- যারা অবৈধ ভাবে গ্যাস- চুলা সংযোগ করেছেন,তাদের সংযোগ নিজ থেকে বিচ্ছিন্ন করার জন্য অনুরাধ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী। (ছবিঃসংগ্রহীত) তিতাস জানিয়েছে, এখনকার সময়ে অনেকেই বাসা বাড়ি তৈরি করতেছেন এবং অবৈধ ভাবে পুরোনো সংযোগ থেকে- নতুন করে চুলা বাড়ানোর সংযোগ লক্ষ্য করা যাচ্ছে। দেশে গ্যাসের ঘাটতি থাকায় বাংলাদেশ সরকার বিগত কয়েক বছর ধরে আবাসিকে গ্যাস সংযোগ প্রদান বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় কিছু মালিক তিতাস কে লুকিয়ে অবৈধ লাইন নিয়ে যেখানে এক চুলা সেই জায়গায় চুলা বাড়িয়ে নেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যদি কেউ অবৈধ গ্যাস সংযোগ করে থাকেন তিতাস তা ক্ষতিয়ে দেখবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। SHARES অাইন আদালত বিষয়: