বিশেষ চাহিদাসম্পন্ন’ এমন এক ‘শিশুর’ ঘোষণায় একটি রাজনৈতিক দল সৃষ্টি হতে পারে না দৈনিক পল্লীকণ্ঠ দৈনিক পল্লীকণ্ঠ প্রকাশিত: 12:45 AM, July 16, 2021 পল্লীকন্ঠ অনলাইন ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন’ এমন এক ‘শিশুর’ ঘোষণায় একটি রাজনৈতিক দল সৃষ্টি হতে পারে না। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন সড়কে দুস্থদের মধ্যে খাদ্যপণ্য বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জি এম কাদের বলেন, একটি রাজনৈতিক দল গঠন করতে আইন ও বিভিন্ন নীতিমালা রয়েছে। এ ছাড়া জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে কথা না বলেই তাঁকে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশ ও প্রচার করা কতটা যুক্তিযুক্ত হয়েছে, তা বিবেচনা করা উচিত ছিল। সংবাদ প্রকাশের আগে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে কথা বলা উচিত ছিল। কাদের ইন্ধনে এমন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে ? এমন প্রশ্নের জবাবে জাপার চেয়ারম্যান বলেন, গণমাধ্যমের উচিত বিষয়টি খতিয়ে দেখা। জি এম কাদের বলেন, ‘সন্ধ্যায় (গতকাল বুধবার) পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে ফোনে কথা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, চেয়ারম্যান হওয়ার কোনো ইচ্ছা নেই তাঁর। বরং পার্টিকে দক্ষতার সঙ্গে শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেছেন রওশন এরশাদ।’ জি এম কাদের বলেন, ‘ছয় লাখ কোটি টাকার বিশাল বাজেট আমাদের। বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে দেশে। কিন্তু করোনায় কর্মহীন পরিবারগুলো মারাত্মক অর্থসংকটে পড়েছে। বাজেট তৈরি হয় দেশের জনগণের ট্যাক্সের (কর) টাকায়। এই টাকার মালিক দেশের জনগণ। তাই মেগা প্রকল্প থেকে প্রতি মাসে দরিদ্র পরিবারপ্রতি অন্তত ১০ হাজার টাকা দিলে দেশের মানুষ বাঁচতে পারবে। লকডাউনও সফল হবে। মেগা প্রকল্প বাস্তবায়নের চেয়ে মানুষের জীবন বাঁচানো জরুরি।’ SHARES অর্থনৈতিক বিষয়: