চতুর মুখী লড়াইয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন, দৈনিক পল্লীকণ্ঠ দৈনিক পল্লীকণ্ঠ প্রকাশিত: 9:42 PM, September 20, 2021 পল্লীকণ্ঠ প্রতিনিধি। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে চতুর মুখী ভোটের লড়াই আজ থেকে শুরু। ২০ সেপ্টেম্বর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মৌলভীবাজার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন এই উপ-নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে চারজন বৈধ প্রার্থীর প্রতিক বরাদ্দ করেন। আওয়ামী লীগের দুই বিদ্রোহী সহ প্রার্থী তিনজন, জাতীয় পার্টির প্রার্থী একজন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানুলাল রায় পেয়েছেন নৌকা প্রতীক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রব পেয়েছেন লাঙ্গল প্রতীক, সদ্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী প্রেমসাগর হাজরা পেয়েছেন আনারস প্রতীক, শ্রীমঙ্গলের সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী আফজল হক পেয়েছেন ঘোড়া প্রতীক, প্রতীক বরাদ্দ দেওয়া পরে নির্বাচনি আচরণ বিধি ও আইনশৃংখলা বিষয় নিয়ে নির্বাচন সংসৃষ্ট প্রশাসনিক দফতরের কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসার তপনজ্যোতি অসীম জানান, ৪ জন প্রার্থীর মধ্যে যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের প্রতিক বরাদ্দ করা হয়। SHARES গণমাধ্যম বিষয়: